লালমনিরহাটের আদিতমারী উপজেলার বালাপুকুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আকলিমা বেওয়া (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রোববার দুপুরে আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের বালাপুকুর গ্রামে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। আকলিমা বেওয়া ওই গ্রামের মৃত হাফিজ উদ্দিনের স্ত্রী।
সাপ্টিবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আব্দুল জলিল জানান, আকলিমা নিজ বাড়ির উঠানে বৈদ্যুতিক আর্থিন তারে কাপড় শুকাতে দেন । এ সময় আর্থিনের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা বিষয়টি বুঝতে পেয়ে তার মরদেহ উদ্ধার করে।
আদিতমারী থানার ওসি মোক্তারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।