লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পারুলিয়া থেকে ৭৫ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব–১৩।
র্যাবের প্রেসরিলিজ সুত্রে জানা গেছে, র্যাবের চলমান মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার রাতে র্যাব-১৩ রংপুর সদর ব্যাটালিয়ন একটি দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পটিকাপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের অন্তর্গত পারুলিয়া স্কুল এন্ড কলেজের উত্তর পাশে পাকা রাস্তার উপর তল্লাসী করে ৭৫ বোতল ফেন্সিডিল সহ আনিছুর রহমান(২৪) ও আলি আকবর(১৮)কে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আনিছুর রহমান হাতীবান্ধা উপজেলার ধুবনী গ্রামের আব্দুল আজিজের ছেলে এবং আলি আকবর একই উপজেলার দক্ষিন পারুলিয়া গ্রামের মহসীন আলীর ছেলে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বুধবার সকালে হাতীবান্ধা থানায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছেন এবং আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা করেছেন।
হাতীবান্ধা থানার ওসি সাইফুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন. বুধবার সকালে র্যাব বাদি হয়ে আসামীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। আসামীদের আদালতে সোপদ করা হয়েছে।