বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন, লালমনিরহাট জেলা কার্যা্লয়ের উদ্বোধন হয়েছে। গতকাল সকালে প্রধান অতিথি থেকে লালমনিরহাট জেলা কার্যা্লযের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ। গার্ল্ গাইডস লালমনিরহাট জেলা কমিশনার সরমিন আরা হক বীথির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মজিবুর রহমান,গার্ল্ গাইডসের আঞ্চলিক কমিশনার ফরিদা বেগম, লালমনিরহাট সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী।কাযালয় উদ্বোধন শেষে গার্ল্ গাইডসের ৫০জন শিক্ষাথীর মাঝে ৫টি বিষয়ে নৈপুন্যসুচক ব্যাজ ও সাটিফিকেট বিতরন করেন অতিথিবৃন্দ।অনুষ্ঠানে গার্ল্ গাইডস এসোসিয়েশন রংপুর জেলা কমিশনার শাকিলা ইসলাম.ট্রেইনার তানিয়া,সুমাইয়া লালমনিরহাট জেলার ৫উপজেলার স্থানীয় কমিশনার ও সম্পাদকবৃন্দ ও শিক্ষাথীরা উপস্থিত ছিলেন।