জিএমপি’র কাশিমপুর থানায় ইয়াবা সহ দুইজন গ্রেফতার

গাজীপুর মেট্রােপলিটন পুলিশ (জিএমপি) কাশিমপুর থানার অফিসার ইন-চার্জ জনাব আকবর আলী খান সাহেব এর নের্তৃত্বে গত (১৬ই জুন) রবিবার মধ্যে রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাশিমপুর থানার চৌকস পুলিশ অফিসার এসআই মোঃ সাইদুল ইসলাম ও এএসআই প্রদীপ ঘোষ সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে কাশিমপুর থানার লৌহাকৈর বড়চালা এলাকা থেকে মোঃ রিপন ও মনির হোসেন নামের দুই যুবককে ইয়াবা ট্যাবলেট সহ আটক করেন।
আটককৃত মোঃ রিপন (২০) ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকার গোয়াইলবাড়ী গাজী বাড়ী গ্রামের মোঃ ছবুর মিয়ার ছেলে। তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃত মোঃ মনির হোসেন (২৭) টাংগাইল জেলার মির্জাপুর থানা এলাকার সুকতা পশ্চিমপাড়া গ্রামের আঃ বাছেদ মিয়ার ছেলে। সে গাজীপুর মহানগর কাশিমপুর থানার পানিশাইল তুরাগ গার্মেন্টস এর পিছনে সবুজের বাড়ীতে ভাড়া থাকতেন। তার কাছ থেকে ২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তাদের দুজনের বিরুদ্ধে (১৭ই জুন) সোমবার জিএমপি’র কাশিমপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।