লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দোকান পরিদর্শন করেছেন লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক শ্যামল।
বৃহস্পতিবার বিকালে তিনি পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সাথে কথা বলেন তাদের আর্থিক সহযোগিতার আশ্বাস দেন।এ সময় তার সাথে তুষভান্ডার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর ইসলাম আহমেদ,জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক,ফারহান উদ্দিন আহমেদ পাশা উপস্থিত ছিলেন।
এর আগে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদ।
উল্লেখ্য, বৃহপতিবার দুপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ওই বাজারের অন্তত ২৫ টি দোকান পুড়ে যায়। ধারনা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে এ আগুনের সুত্রপাত।
ক্ষয়ক্ষতির পরিমান এখন জানা যায়নি তবে ধারনা করা হচ্ছে ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মার্কেটটির মালিক সাবেক এম পি -বিএনপি নেতা সালেহ উদ্দিন আহমেদ হেলাল ও তার পরিবারের লোকজন।