৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনের ২য় দফায় লালমনিরহাটের কালীগঞ্জ ও আদিতমারী উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচিত প্রার্থীরা হলেন- কালীগঞ্জ উপজেলায় -লালমনিরহাট-২ আসনের এমপি,সাবেক সমাজকল্যান মন্ত্রী নুরুজ্জামান আহমেদের পুত্র রাকিবুজ্জামান আহমেদ ও আদিতমারী উপজেলায় ফারুক ইমরুল কায়েস।
কালীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে রাকিবুজ্জামান আহমেদ (আনারস) প্রতীকে ২৪,৩৭০ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি রাকিবুজ্জামান আহমেদ এর চাচা বর্তমান উপজেলা চেয়ারম্যান মাহাবুবুজ্জামান আহমেদ (ঘোড়া) প্রতীক নিয়ে পেয়েছেন ২০,১৯১ ভোট।
আদিতমারী উপজেলায় বর্তমান উপজেলা চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েস ৩৩,১৩৫ (মোটর সাইকেল) ভোট পেয়ে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রফিকুল আলম (আনারস) প্রতীক নিয়ে ২৯,০১৮ ভোট পেয়েছেন।