লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের কৃষ্ণ কিশোর গ্রাম থেকে ১৪৮ বোতল ফেন্সিডিল ও দেশীয় অস্ত্রসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৩ রংপুর।
র্যাবের প্রেসরিলিজ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার বেলা ১১টার দিকে র্যাব-১৩ রংপুর ব্যাটালিয়ন সদরের একটি দল কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের কৃষ্ণ কিশোর গ্রামের ফনিভুষনের বাড়িতে তল্লাশী চালিয়ে তার বাড়ির টিনের ঘরের ভিতর হতে ১৪৮ বোতল ফেন্সিডিল,দেশীয় অস্ত্রসহ বাড়ির মালিক ফনিভুষন রায়(৫৫),পারুল বেগম(৫২),আমেনা বেগম(৫২), জাহানার বেগম(৩৭) ও নুরজাহান বেগম বেগম(৪০) গ্রেফতার করা হয়। ফনিভুষন কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের কৃষ্ণকিশোর গ্রামের মৃত অমুল্য রায়ের ছেলে, পারুল বেগম,আমেনা বেগম,জাহানারা বেগমের দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলায় ও নুরজাহান বেগমের বাড়ি রংপুর জেলার বদরগঞ্জ উপজেলায়।। আসামীদের রাতেই কালীগঞ্জ থানায় সোপদ করা হয়।
কালীগঞ্জ থানার ওসি ইমতিয়াজ কবির গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্তুতি চলছে। আসামীদের আগামীকাল বিজ্ঞ আদালতে সোপদ করা কবে।