লালমনিহাটের বুড়িমারী স্থলবন্দর শ্রমিকলীগের সভাপতি সাজ্জাদ গ্রুপের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং ভিত্তিহীন ও বানোয়াট তথ্য দ্বারা সংবাদ সম্মেলন এর প্রতিবাদে বুড়িমারী স্থলবন্দর লোড–আনলোড লেবার ইউনিয়ন, শ্রমিক ইউনিয়ন এবং বুড়িমারী স্টেশন ও পুলিশ শ্রমিক ইউনিয়ন সংবাদ সম্মেলন করেন। বুড়িমারীতে নিজ কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় অবিলম্বে বুড়িমারী বন্দরে কর্মরত সাধারণ শ্রমিকদের নিয়ে কোন প্রকার দ্বন্দ্বে লিপ্ত না হওয়ার আহবান জানান নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বুড়িমারী স্থলবন্দর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম।এ সময় ফেডারেশনের শ্রমিক নেতৃবৃন্দ, সর্দার ও সাধারণ শ্রমিকগন উপস্থিত ছিলেন।