লালমনিরহাটের আদিতমারীতে ঢাকাস্থ ছাত্রকল্যান সমিতির বর্ণাঢ্য আয়োজনে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধা অনুষ্ঠিত হয়।
গতকাল সোমবার সন্ধায় সরকারী আদিতমারী জিএস মডেল স্কুল মাঠে রাজধানী ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত শিক্ষার্থীদের সংগঠন ঢাকাস্থ আদিতমারী ছাত্রকল্যান সমিতির আয়োজনে ঈদ পুনমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান।ঢাকাস্থ আদিতমারী ছাত্রকল্যান সমিতির সভাপতি মনিরুজ্জামান মাসুদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক।
সংগঠনটির সাধারন সম্পাদক নুসরাত জাহান ও পাঠাগার ও শিক্ষা বিষয়ক সম্পাদক জামাল হোসেনের সঞ্চালনায় ঈদ পুনমিলনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনটির উপদেষ্টা জেলা ছাত্রলীগের সহ সভাপতি হুমায়ুন কবির হিরু, , সহ সভাপতি আতিকুল ইসলাম, যুগ্ন সম্পাদক নাসিবুল হাসান অন্তর, হাবিবুর রহমান হাবিব ও সাংগঠনিক সম্পাদক শাহজামাল শাকিল প্রমুখ। আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
ঢাকায় অধ্যায়রত শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে সহায়তার পাশাপাশি দেশের সকল ক্লান্তিলগ্নে আর্তমানবতার কল্যানে কাজ করে আসছে শিক্ষার্থীদের এ সংগঠনটি। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ দুই শতাধিক সদস্য রয়েছে শিক্ষার্থীদের এ সংগঠনে।