লালমনিরহাটে জেলা পযায়ে আন্ত: প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২২ এর আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে কালেক্টরেট কলেজিয়েট স্কুলের হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলার ৫টি উপজেলার বিভিন্ন ইভেন্টে প্রথম স্থান অজনকারী প্রতিযোগিরা অংশ নেয়।উদ্বোধন ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো.আবু জাফর।জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.গোলাম নবীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান,পুলিশ সুপার আবিদা সুলতানা।এসময় অন্যানের মধ্যে পিটিআই সুপার হায়দার আলী,জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম বক্তব্য রাখেন।জেলা পযায়ের প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে প্রথম স্থান অধিকারী প্রতিযোগিরা ২০ জুন রংপুরে বিভাগ পযায়ের প্রতিযোগিতায় অংশ নিবে।