আয়রে নবীন তরুন দল- মাদক ছেড়ে মাঠে চল এই প্রতিপাদ্যে ও মাদকমুক্ত লালমনিরহাট জেলা বিনির্মাণের লক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে “জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৪” আয়োজন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ্ বলেন, আগামী ১৮ ফেব্রুয়ারী বিকাল ৩ টায় জেলা শহরের কালেক্টরেট মাঠে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হবে। উদ্বোধনী খেলায় লালমনিরহাট সদর উপজেলা খেলবে আদিতমারী উপজেলার বিরুদ্ধে। প্রতিযোগিতায় জেলার ৫ উপজেলা ও লালমনিরহাট পৌরসভাসহ ৬টি দল অংশ নিচ্ছে। সংবাদ সম্মেলনে অন্যানের মধ্যে সহকারী কমিশনার মাহবুবুর রহমান,জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ইউনূস হোসেন,বাংলাদেশ ফুটবল রেফারীজ এসোসিয়েশনের রংপুর বিভাগীয় প্রতিনিধি ও লালমনিরহাট জেলা ফুটবল রেফারীজ এ্সোসিয়েশনের সাধারণ সম্পাদক,সাংবাদিক আনিছুর রহমান লাডলা,জেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ কামরুজ্জামান,সিনিয়র সাংবাদিক আবু হাসনাত রানা, লালমনিরহাট টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম লিটন,যুগ্ম সম্পাদক আশিকুর রহমান ডিফেন্স উপস্থিত ছিলেন।