আয়রে নবীন তরুন দল- মাদক ছেড়ে মাঠে চল এই প্রতিপাদ্যে ও মাদকমুক্ত লালমনিরহাট জেলা বিনির্মাণের লক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় কালেক্টরেট মাঠে “জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। আজ বিকেলে কালেক্টরেট মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ।এসময় পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম,সাবেক এমপি অ্যাডভোকেট সফুরা বেগম রুমী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজন,কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জহির ইমামসহ ৫ উপজেলার ইউএনও,নির্বাহী ম্যাজিস্টেড মাহবুবুর রহমান,ডিএফএর সভাপতি ইউনুস হোসেন,জেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারী ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট আবু হায়াত খন্দকার লেনিন,বাংলাদেশ ফুটবল রেফারীজ এসোসিয়েশনের রংপুর বিভাগীয় প্রতিনিধি ও লালমনিরহাট জেলা ফুটবল রেফারীজ এ্সোসিয়েশনের সাধারণ সম্পাদক,সাংবাদিক আনিছুর রহমান লাডলা উপস্থিত ছিলেন।উদ্বোধনী খেলায় লালমনিরহাট সদর উপজেলা ৩-০ গোলে আদিতমারী উপজেলাকে হারায়।লালমনিরহাট সদর উপজেলার পক্ষে সমু ও রনি একটি করে গোল করেন এবং অপর গোলটি হয় আত্বঘাতি। আগামীকাল টুর্নামেন্টের দ্বিতীয় দিনের খেলায় লালমনিরহাট পৌরসভা -পাটগ্রাম উপজেলা ফুটবল দলের মোকাবেলা করবে।টুর্নামেন্টে জেলার ৫ উপজেলা ও লালমনিরহাট পৌরসভাসহ ৬টি দল অংশ নিচ্ছে।২৯ ফেব্রুয়ারী টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।