বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এ জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় লালমনিরহাট জেলা ফুটবল টিমকে সংবর্ধনা প্রদান করেছেন লালমনিরহাট জেলা প্রশাসন। রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এর আগে বাদ্যযন্ত্র সহ খোলা জীপে দলটি লালমনিরহাট শহর প্রদক্ষিন করে।পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষুদে খেলোয়াড়দের এ সংবর্ধনা প্রদান করেন। অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) নুরে তাসনিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) টিএমএ মমিন,বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব:)আজিজুল হক বীর প্রতীক, পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার নুরল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী। এসময় টেপুরগাড়ী বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ,কোচ হারুনুর রশিদসহ জেলা প্রশাসনের কর্মকর্তা,শিক্ষক ও শিক্ষাথী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ এসময় বলেন- খেলাধুলার পাশাপাশি লেখাপড়াও চালিয়ে যেতে হবে।তাহলে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরো সাফল্য অর্জন করবে তোমরা।জেলা প্রশাসন সব সময় সহযোগিতা করবে ।
গত ২০ এপ্রিল ঢাকায় জাতীয় পর্যায়ে ফুটবল খেলায় চট্টগ্রাম বিভাগের বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-১গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রংপুর বিভাগের পাটগ্রাম উপজেলার টেপুরগাড়ী বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয় দলটি।এ আগেও ২০১৬ সালে বঙ্গমাতা ফুটবলে টেপুরগাড়ী বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়।