বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিদেশে পাঠানো হবে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও ড্যাব মহাসচিব প্রফেসর ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন লালমনিরহাটে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনের খেলার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বৃহস্পতিবার বিকালে লালমনিরহাট শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা বিএনপি আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির সভাপতি ও টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এসময় টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব,জেলা বিএনপির যুগ্ম সম্পাদক একেএম মমিনুল হকসহ সৈয়দপুর ও রংপুর জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।খেলায় সৈয়দপুর ফুটবল দল ২-০ গোলে রংপুর জেলাকে হারায়।খেলার প্রথমার্ধে সৈয়দপুরের পক্ষে ৯নং জার্সিধারী খেলোয়াড় আরিফ ১ম গোল করেন।খেলার দ্বিতীয়ার্ধের শেষ মুহুর্তে সৈয়দপুরের পক্ষে ১০ নম্বর জার্সিধারী নাইজেরিয়ান খেলোয়াড় আব্বাস ২য় গোল করেন।