লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বিজিবির উদ্যোগে অসহায়,গরীব ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও সীমান্ত এলাকার মানুষজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে তিস্তা ব্যাটালিয়ন-৬১ বিজিবির উদ্যোগে পাটগ্রাম উপজেলার কোকোয়াবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরন ও মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল সাব্বির আহমেদ।এসময় ৬১ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম,পাটগ্রাম থানার ওসি আশরাফুজ্জামান সরকার সহ স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল সাব্বির আহমেদ বলেন, বিজিবিকে সীমান্তে নিরাপত্তা জোরদারের বিষয়ে স্থানীয় জনসাধারণকে সহায়তার জন্য আহবান করেন। অবৈধভাবে সীমান্তে গরু চোরাচালান প্রতিরোধ করা, অবৈধভাবে সীমান্ত পারাপারের মাধ্যমে অনুপ্রবেশ এবং মাদক চোরাচালানসহ যাবতীয় চোরাচালান বন্ধের জন্য সকলের নিকট সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভা শেষে ৩০০শ গরীব, অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।