লালমনিরহাটে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮(বিভাগীয় পর্যায়) জাতীয় ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন হয়েছে। রোববার সকাল ৯ টায় লালমনিরহাট জেলা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর আয়োজনে জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় প্রধান অতিথি থেকে ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মাহবুবুর রহমান। জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুস সালাম শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার আসাদুজ্জামান,ক্রীড়া সংস্থার সদস্য আব্দুল হাকিম,অ্যাডভোকেট ময়েজুল ইসলাম,জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারন সম্পাদক,রংপুর বিভাগীয় প্রতিনিধি,সাংবাদিক আনিছুর রহমান লাডলা,ক্রিকেট কোচ নিকেল সহ জেলা ক্রীড়া সংস্থার সদস্যগণ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় গাইবান্ধা জেলা ও কুড়িগ্রাম জেলা অংশ নেয়। উদ্বোধনী খেলায় টসে জয়ী হয়ে গাইবান্ধা জেলা দল ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়।প্রথমে ব্যাট করে গাইবান্ধা দল ৪৭ ওভারে সবকটি ইউকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করে।জবাবে কুড়িগ্রাম জেলা দল ২৯.৫ ওভারে ১ ইউকেট হারিয়ে ১৭৫ রান করে।কুড়িগ্রাম দলের রাফি ৮৫ বল খেলে ১০৭ রান করেন।কুড়িগ্রাম ৯ ইউকেটে জয়ী হয়।গ্রুপের ৪টি দল একে অপরের মোকাবেলা করবে।আগামীকাল গ্রুপের দ্বিতীয় খেলায় ঠাকুরগাও – রংপুর জেলা দলের বিরুদ্ধে খেলবে।