ঢাকা সোনালী অতীত ক্লাব ও রংপুর সোনালী অতীত ক্লাবের মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে রংপুর সোনালী অতীত ক্লাবের আয়োজনে রংপুর স্টেডিয়ামে প্রীতি ফুটবল খেলায় ঢাকা ৩-২ গোলে রংপুরকে হারায়। ঢাকা ও রংপুর দলে জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড়রা অংশ নেয়।খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল,রংপুর বিভাগের সাবেক বিভাগীয় কমিশনার জাকির হোসেন,রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা,ঢাকা সোনালী অতীত ক্লাবের সভাপতি,জাতীয় দলের সাবেক খেলোয়াড় মোসাব্বের হোসেন,রংপুর সোনালী অতীত ক্লাবের সভাপতি,সাবেক খেলোয়াড় নজমুল হক মন্টু।