চা দিবসের সংকল্প, সবুজ চা শিল্প এই শ্লোগানে লালমনিরহাটে জাতীয় চা দিবস পালিত হয়েছে। শনিবার দিবসটি পালন উপলক্ষে জেলার পাটগ্রাম উপজেলার শহীদ আফজাল মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার নাজির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু জাফর। বাংলাদেশ চা বোর্ড,লালমনিরহাটের আয়োজনে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাটগ্রাম পৌরসভার মেয়র রাশেদুল ইসলাম সুইট,পাটগ্রাম চা উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি নজরুল ইসলাম বেলাল।এ সময় আরো বক্তব্য রাখেন লালমনিরহাট চা বোর্ডের প্রকল্প পরিচালক আরিফ খান সহ চা চাষীবৃন্দ।আলোচনা নভায় চা চাষীগন চা উৎপাদন ও এর বিক্রয়ের সমস্যাগুলো তুলে ধরেন। এর আগে চা চাষীদের নিয়ে এক র্যালী শহর প্রদক্ষিণ করে।