সরকার ঘোষিত দেশের চলমান অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনোসিস সেন্টার গুলোতে অভিযানের অংশ হিসেবে লালমনিরহাটে ভোক্তা অধিদপ্তরের উদ্যোগে অভিযান পরিচালিত হয়। দুই দিনের এ চলমান অভিযানে নিবন্ধন নবায়ন না থাকা,মেয়াদোত্তীর্ণ ওষুধ থাকা,রক্তের গ্রুপ ব্যাগে লেখা না থাকা,টয়লেট অপরিচ্ছন্ন,অগ্নি নির্বাপক যন্ত্রের মেয়াদোত্তীর্ণ সহ বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। ফলে লালমনিরহাট ও আদিতমারী উপজেলার ৮টি ক্লিনিক ও ডায়াগনোসিস সেন্টারে ১৯ হাজার টাকা জরিমানা আদায়,মেয়াদোর্ত্তীণ ওষুধ ধ্বংস, কাগজ পত্র আপগ্রেড সহ সেবাবান্ধব প্রতিষ্ঠান গড়ার পরামর্শ প্রদান করেন।লালমনিরহাট ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম মাসুম উদ দৌলা এ অভিযানের নেতৃত্ব দেন।এ সময় তার সাথে জেলা মার্কেটিং অফিসার আব্দুর রহিম, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর আব্দুর রশিদ, লালমনিরহাট ক্যাবের সাধারণ সম্পাদক সাংবাদিক তৌহিদুল ইসলাম লিটন সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন উপস্থিত ছিলেন।