ফরিদপুরে অবৈধ নিয়োগ : এমপিও বাতিল হচ্ছে প্রধান শিক্ষকের

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ধুলজুড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিনের এমপিও বাতিলের সিদ্ধান্ত নিতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়।
বিএড সনদ ছাড়াই নিয়োগ পাওয়ায় এমনই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানা গেছে। ইতোমধ্যে এ বিষয়ে ব্যবস্থা নিতে রবিবার (৫ মে) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে চিঠি পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
চিঠি সূত্রে জানা যায়, বিএড সনদ ছাড়া প্রধান শিক্ষক পদে মো. নিজাম উদ্দিনের নিয়োগ বিধি সম্মত নয়। এ ধরনের নিয়োগ শাস্তিযোগ্য অপরাধ। এ প্রেক্ষিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ অনুযায়ী প্রধান শিক্ষক নিজাম উদ্দিনের এমপিও সাময়িকভাবে স্থগিত করে কেন তার এমপিও স্থায়ীভাবে বাতিল করা হবে না সে মর্মে কারণ দর্শানোর নোটিশ দিতে নির্দেশ দিয়েছে অধিদপ্তরের মহাপরিচালককে।
সূত্র: দৈনিক অধিকার
« সুনামগঞ্জে গাঁজাসহ আটক ১ (Previous News)
(Next News) গৃহবধূকে ধর্ষণের ঘটনায় যুবক গ্রেফতার »