লালমনিরহাটে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে জেলার রাজস্ব প্রশাসনের সেরা কর্মকর্তাগণদের মাঝে পুরস্কার বিতরন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভায় ও ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে তিনজনকে পুরস্কার বিতরন করা হয়।পুরুস্কার প্রাপ্তরা হলেন,লালমনিরহাট সদর উপজেলার সহকারী কমিশনার(ভুমি) মো: রুবেল রানা, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো: মাহফুজুর রহমান, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো: রোকন উদ্দিন।লালমনিরহাট জেলা প্রশাসক মো.আবু জাফর প্রধান অতিথি থেকে এসব পুরস্কার বিতরন করেন।পুরস্কার বিতরনকালে জেলা প্রশাসক বলেন, ডিজিটাল সময়ে সবাইকে কম্পিউটারে দক্ষ হতে হবে। জন সাধারণকে হয়রানি মূলক কোন কাজ করা যাবে না। বালু উত্তোলন থেকে নদীকে রক্ষা করতে হবে। অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) টি.এম.এ মমিন এর সভাপতিত্বে এসময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো.রফিকুল ইসলামসহ জেলা প্রশাসনের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।