লালমনিরহাটে তিন বছরের সাজাপ্রাপ্ত শ্রী দিনবন্ধু রায় (৩৫) নামের এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ।
গতকাল বৃহস্পতিবার বিকেলের দিকে লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের মধুরাম গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। লালমনিরহাট সদর থানার এসআই নুর আলাম তাকে গ্রেফতার করেন।
গ্রেফতার শ্রী দিনবনন্ধু লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের মধুরাম গ্রামের মৃত উত্তর কুমার সরকারের ছেলে।
লালমনিরহাট সদর থানার ওসি শাহা আলম জানান, অর্থ আত্মসাতের ৪২০ ধারার এক মামলায় গ্রেফতার শ্রী দীনবন্ধুকে রংপুর আদালত-২ এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ফজলে এলাহী খান বিচার শেষে তিন বছরের বিনাশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও দুইমাসের কারাদন্ড প্রদান করেন। মামলার রায় হওয়ার পর থেকেই সে গাঢাকা দেয়। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।