নড়াইলে বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস পালিত

রেড ক্রিসেন্ট আন্দোলনের প্রতিষ্ঠাতা জন হেনরী ডুনান্ট এর ১৯১ তম জন্ম বার্ষিকী উপলক্ষে নড়াইলে বিশ্ব রেড ক্রস/রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে।
৮ মে বুধবার সকালে রেড ক্রিসেন্ট নড়াইল জেলা ইউনিটের আয়োজনে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। শহরের চৌরাস্তা নিজস্ব কার্যালয় থেকে একটি বর্নাঢ্য র্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
জেলা রেড ক্রিসেন্ট সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস সভাপতিত্বে বক্তব্য দেন জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার),অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো: ইয়ারুল ইসলাম,জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম হিলু,প্যানেল মেয়র রেজাউল বিশ্বাস, জেলা রেড ক্রিসেন্টের সাধারন সম্পাদক কাজী ইসমাইল হোসেন লিটন প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ সামাজিক ও সাংস্কৃতিক ব্যাক্তি, ও বিভিন্ন ইলেকট্রনিক্স প্রিন্ট ও মিডিয়ার সাংবাদিকরা।
« রাজৈরে মসজিদে ঢুকে তারাবির নামাজ আদায় অবস্থায় এক ব্যক্তিকে কুপিয়ে খুন (Previous News)
(Next News) পদ্মা সেতু রেললাইন প্রকল্প ও তাত পল্লীতে অবৈধ স্থাপনা »