লালমনিরহাটে বাফুফে জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশীপ-২০২২ এর আঞ্চলিক পযায়ের খেলার উদ্বোধন হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে ,বাফুফে জাতীয় স্কুল ফুটবল কমিটির ব্যবস্থাপনায় ও লালমনিরহাট জেলা ফুটবল এসোসিয়েশনের সহযোগিতায় ১২মে বৃহস্পতিবার বেলা দেড়টায় লালমনিরহাট শেখ কামাল স্টেডিয়ামে নীলফামারীর ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজ- লালমনিরহাটের কাকিনা মহিমারঞ্জন স্মৃতি উচ্চ বিদ্যালয়ের মধ্যে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আবু জাফর।লালমনিরহাট জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ইউনুস হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অঅতিকুর রহমান,জেলা শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ,আমন্ত্রিত অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক অ্যাডভোকেট আবু আহাদ খন্দকার লেলিন।এসময় অন্যানের মধ্যে বাফুফে জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশীপের লালমনিরহাট আঞ্চলিক ভেন্যুর পরিচালনা কমিটির আহবায়ক আবুল কালাম বকুল,সদস্য সচিব আনিছুর রহমান লাডলা,বাফুফের প্রতিনিধি জহুরুল ইসলাম সুমন,জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোহসেনা বেগম মিনা,ডিএফএর কোষাধ্যক্ষ কামরুজ্জামান,শাহজাহান সাজু বক্তব্য রাখেন।উদ্বোধনী খেলায় নীলফামারী ৩-২ গোলে লালমনিরহাটকে হারায়।নীলফামারী দলের খেলোয়াড় সোলায়মান ম্যান অব দ্যা ম্যাচ নিবাচিত হন।বিকেল সাড়ে তিনটায় দ্বিতীয় খেলায় দিনাজপুরের দাউদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় দল ওয়াক ওভার পায়।নিধারিত সময়ে রংপুর জিলা স্কুল দল মাঠে না নামায় ওয়াক ওভার পায় দিনাজপুর। ১৩মে শুক্রবার চ্যাম্পিয়নশীপের দ্বিতীয় দিনে দুটি খেলা অনুষ্ঠিত হবে।দুপুর দুইটায় প্রথম খেলায় ঠাকুরগাঁও সরকারী বালক উচ্চ বিদ্যালয় খেলবে গাইবান্ধার গোবিন্দগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের বিরুদ্ধে এবং বিকেল চারটায় দ্বিতীয় খেলায় পঞ্চগড়ের বোদা সরকারী পাইলট মডেল স্কুল এন্ড কলেজ খেলবে নীলফামারীর ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজের বিরুদ্ধে।