1. admin@amaderpotrika.com : admin :
  2. anisurladla71@gmail.com : Anisur :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ১১ জুন ২০২৩, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবলের উদ্বোধন লালমনিরহাট আদালত প্রাঙ্গণে আগত বিচারপ্রার্থীদের বিশ্রামাগারের ভিত্তিপ্রস্থর স্থাপন লালমনিরহাটে সাংবাদিকের উপর হামলার মামলায় চার্জ গঠন লালমনিরহাটের রাজপুরে তিস্তা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হলো তালহা জুবায়ের তারার লালমনিরহাটে ভলিবল প্রশিক্ষনের সমাপনি অনুষ্ঠান ও সনদপত্র বিতরন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে স্তব্ধ কর্মসূচি পালন লালমনিরহাটে ভলিবল প্রশিক্ষনের উদ্বোধন লালমনিরহাটে প্রথম বিভাগ ক্রিকেট লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত জাহাঙ্গীরের মা জায়েদা খাতুন গাজীপুরের নগরমাতা নির্বাচিত হলেন বছর না ঘুরতেই সানাইয়ের বিচ্ছেদ

লালমনিরহাটের আদিতমারীতে চাচাতো ভাইয়ের হাতে ভাই খুন, গ্রেফতার তিন

আদিতমারী(লালমনিরহাট)প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১১ মে, ২০২২
  • ৫৯ বার পড়া হয়েছে

লালমনিরহাটের আদিতমারীতে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হাতে কামরুজ্জামান ওরফে আলি(৫২) নামে একজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলের দিকে উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের চন্দনপাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের ছোট ভাইয়ের দায়েরকৃত মামলায় তিনজকে গ্রেফতার করা হয়েছে। নিহত কামরুজ্জামান ওই এলাকার মৃত খাদেমুল্লাহর ছেলে বলে জানা গেছে।

মামলা সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের চন্দনপাঠ এলাকার কামরুজ্জামানের সাথে তারই চাচাতো ভাই নুর ইসলামের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। এর আগে দফায় দফায় এটি নিয়ে স্থানীয় সালিশি বৈঠক হলেও কোন স্থায়ী সমাধান হয় নাই। এ নিয়ে উচ্চ আদালতে মামলাও চলমান আছে। বিরোধের জেরে মঙ্গলবার বিকেলে দিকে কামরুজ্জামান নিজ ভুট্টা ক্ষেত থেকে ভুট্টা নিয়ে যাওয়ার সময় নুরুল ইসলাম, ফজলুল হক সহ ১০/১২ জন পথরোধ করে। তর্কাতর্কির এক পর্যায়ে উত্তেজনা শুরু হলে মারামারি লেগে যায়। এরই এক পর্যায়ে বুকে ও গোপনাঙ্গে আঘাতের ফলে সেখানেই লুটিয়ে পড়ে কামরুজ্জামান। স্থানীয়রা তাকে উদ্ধার করে আদিতমারী উপজেলা  স্বাস্থ্য  কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এঘটনায় সন্ধায় নিহতের ছোট ভাই সামসুজ্জামান ওরফে সামছুল আদিতমারী থানায় বাদী হয়ে নুরুল ইসলামকে প্রধান আসামী করে ১২ জনের নামে মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলেন, ওই এলাকার ফজলুল হকের স্ত্রী নাজমা বেগম (৩২), নুর ইসলামের স্ত্রী হামিদা বেগম (৪৫), ও নুর ইসলামের মেয়ে আকলিমা বেগম  (২২)।

এ বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মোজাম্মেল হক আমাদের পত্রিকার এ প্রতিনিধিকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নিহতের ছোট ভাইয়ের দায়েরকৃত মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

 

 

 

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD