দৈনিক সংবাদ পত্রিকার পাটগ্রাম উপজেলা প্রতিনিধি সামিউল ইসলাম সানি(৪২) আর নেই।তিনি গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যুকালে তিনি বাবা-মা, স্ত্রী, ১পুত্র, ১কন্যা, ভাই-বোন, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।৮মে রোববার দুপুর ২টা ১৫মিনিটে পাটগ্রাম হেলিপ্যাড মাঠে প্রথম ও বিকেলে পাটগ্রাম ইউনিয়নের ধবলসতী গাটিয়ার ভিটা নিজ বাড়ীতে মরহুমের দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হবে। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।মরহুম সানির মৃত্যুতে আমাদের পত্রিকার সম্পাদক,প্রকাশক,সাংবাদিকসহ বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।