লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গেগড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ঐ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষাথীদের আয়োজনে খ,ম শফিকুল আলম স্মৃতি স্বরনে চাইনিজ ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।কালীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক,সাংবাদিক আনিছুর রহমান লাডলা-র সভাপতিত্বে গতকাল এ টুনামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম ডিএসবি পুলিশের ইন্সপেক্টর খ,ম মোফাখখারুল আলম রাসেল।বিশেষ অতিথি ছিলেন জাহাঙ্গীর হোসেন,মনোয়াররুছ সাহাদাত খাজা,হাসানুল হক হেলেন,শরীফ উদ্দিন দুলাল,বেলাল হোসেন,তারেক ফেরদৌস,খ,ম মোফাসসাবরুল আলম রোজোয়ান,কামেক্ষ্যা চরন রায় কিশোর,ঈমান আলী,শংকর রায়.আতোয়ার হোসেন,সোহেল কামাল,শহিদুল ইসলাম সাঈদ।এসময় শাওন,সুমন,সমরেশসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।ফাইনাল খেলায় আসেনাল সুপারষ্টার ২-০ গোলে সেন্ট্রাল গেগড়া এফসিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। আসেনাল সুপারষ্টারের পক্ষে আরিফুল ও রায়হানুল প্রত্যেকে একটি করে গোল করেন।ঈদেরদিন টুনামেন্টেটি শুরু হয়।টুনামেন্টে রাইজিং স্টার রংধনু,গুরাতিপাড়া যুব সংঘ,মনিং সান এফসি তুষভান্ডার,গেগড়া সুপার জায়ান্ট,আসেনাল সুপারষ্টার,মেসাস মা ইলেক্ট্রনিকস,সেন্ট্রাল গেগড়া এফসি ও বন্ধু একাদশসহ ৮টি দল অংশ নেয়।