ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেওয়ার জন্য লালমনিরহাটে গরিব অসহায় মানুষের মাঝে শাড়ী, লুঙ্গি ও নগদ অর্থ সহায়তা করেছেন জেলার বিশিষ্ট ঠিকাদার কাজী নজরুল ইসলাম তপন। শনিবার লালমনিরহাট শহরের বাবু পাড়া, সাহেব পাড়া, গিয়ার্স উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠ, ফজলুল করিম উচ্চ বিদ্যালয় মাঠ সহ বিভিন্ন ওর্য়াডে ১১শ শাড়ী, লুঙ্গী, ও ৫শ জনকে নগদ অর্থ সহায়তা করেন।
এ সময় ফজলুল করিম উচ্চ বিদ্যালয় মাঠে দেখা হয় মরিয়ম বেগম (৬৮) তিনি বলেন, বাবা রমজান মাস শেষ হইল। হামরা ঠিকমতো খাবার ও পাই না। এবার ঈদে গায়ে দেয়ার কাপর নাই। যা আছে সব ছিরা ফারা। এই শাড়ী খান পায়া মুই ঈদে গায়ে দিবার পাইম। শুধু মরিয়ম না, তার মতো অসহায় আমেনা বেগম (৬৫) ছেলে সন্তান থাকলেও খোজ নেওয়ার কেউ নেই তার। রমজানে ইফতার থাকে মুড়ি আর চিনি। কখনো শুধু পানি দিয়েই রোজা ভাংতে হয় আমেনার। ঠিক মতো ঈদ হয়না তার । ঈদের দিনেও পাতিলে ভাত আর ডাল। গায়ে পোষাক থাকলেও অনেক পুরোনো। তবে এবার ঈদের দু’দিন আগে শাড়ী পেয়ে খুশি আমেনা। এসময় উপস্থিত ছিলেন জেলার বিশিষ্ট ঠিকাদার কাজী নজরুল ইসলাম তপন। লালমনিরহাট পৌরসভার ২ নং ওর্য়াড কাউন্সিল রাশেদুল ইসলাম রাশেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ বিষয়ে কাজী নজরুল ইসলাম তপন বলেন, ঈদে অনেকের ঘরে খাবার থাকেনা। অনেকের পোষাক কেনার মত সাধ্য নেই। তাই ঈদের আনন্দ অসহায় মানুষদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য আমার সামান্য প্রচেষ্টা।