মুজিববষ ও স্বাধীনতার সুবণজয়ন্তী উপলক্ষে বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলার উদ্বোধন করা হয়েছে। সংস্কৃতি মন্ত্রনালয়ের সাবিক সহযোগিতায় লালমনিরহাট জেলা প্রশাসনের আয়োজনে ও স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ প্রাঙ্গনে চারদিন ব্যাপি বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু জাফর।অতিরিক্ত জেলা প্রশাসক(সাবিক)তৌহিদুর রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার বিকেলে বই মেলায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান,পুলিশ সুপার আবিদা সুলতানা,ক্যাপ্টেন(অব:) আজিজুল হক বীরপ্রতিক,জেলা মুক্তিযোদ্ধা কমান্ড এর সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন আহমেদ,লালমনিরহাট সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: ইউসুফ আলী,মজিদা খাতুন সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী শফিকুর রহমান, লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন,লালমনিরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজন। এসময় অন্যানের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপ পরিচালক রফিকুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম,কবি ফেরদৌসি বেগম বিউটি,সদর থানার ওসি শাহা আলম উপস্থিত ছিলেন। চারদিন ব্যাপি মেলায় সরকারী,বেসরকারী,সাহিত্য ও সংস্কৃতি সংগঠনের ৩২টি স্টল স্থান পায়।