লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির (৪০) মৃত্যু হয়েছে।
শনিবার সকালে লালমনিরহাট- বুড়িমারী রেলরুটে হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের চৈতাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় জানান, লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী লোকাল ট্রেনটি ওই এলাকা অতিক্রম করার পর স্থানীয়রা রেল লাইনে কাটা যাওয়া মরদেহটি দেখতে পায়। স্থানীয়রা নিহত ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারেনি।
হাতীবান্ধা রেলওয়ের স্টেশন মাস্টার নুরনবী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লালমনিরহাট রেলওয়ে থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।
লালমনিরহাট রেলওয়ে থানার ওসি বাহারুল ইসলাম জানান, লাশ নিয়ে আসার জন্য আমার ফোস ঘটনাস্থলে গেছে।লাশ নিয়ে আসলে মগে প্রেরন করা হবে।