লালমনিরহাটে আইজিপি কাপ যুব(বালক ও বালিকা অনুদ্ধ-১৯) কাবাডি ও দাবা প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে।বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায়,লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও জেলা পুলিশের সাবিক সহযোগিতায় শুক্রবার সকাল ১১টায় লালমনিরহাট পুলিশ লাইন্স মাঠে প্রধান অতিথি থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু জাফর।পুলিশ সুপার আবিদা সুলতানার সভাপতিত্বে এসময় অন্যানের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম,সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা মাসুম,অতিরিক্ত পুলিশ সুপার মারুফা জামাল,জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক অ্যাডভোকেট আবু হায়াদ খন্দকার লেলিন,টিআই আব্দুল বারী,সদর থানার ওসি শাহা আলম,কামরুজ্জামান,এরশাদ পলাশ,সহ পুলিশের কমকতারা উপস্থিত ছিলেন।বালকদের কাবাডির উদ্বোধনী খেলায় লালমনিরহাট জেলা দল কুড়িগ্রামকে হারায়।বালিকাদের খেলায় লালমনিরহাট জেলা দল রংপুর জেলাকে হারায়।বিভাগীয় পযায়ের এই কাবাডি প্রতিযোগিতায় রংপুর বিভাগের ৮টি দল ও দাবা প্রতিযোগিতায় লালমনিরহাট জেলার ১০টি দল অংশ নিচ্ছে।