অনুসন্ধানী সাংবাদিকতার বর্তমান বাস্তবতা ও করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা আজ রোববার সকালে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা করিম উদ্দিন স্পোর্টস গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়। সুশাসনের জন্য নাগরিক সুজনের উদ্যোগে আয়োজিত দিনব্যাপিএ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুজনেরলালমনিরহাট জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম শফিকুল ইসলাম কানু। কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আমিরুল ইসলাম হেলালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক, অধ্যক্ষ মনোয়ারুল ইসলাম,সুজনের বিভাগীয় কমিটির সমন্বনায়ক রাজেস দে, সুজনের জেলা কমিটির সাধারণ সম্পাদক,সাংবাদিক আনিছুর রহমান লাডলা,মুক্তিযোদ্ধা মহসীন টুলু,জয়দেব কুমার রায়,সহ সভাপতি প্রকৌশলী দেলোয়ার হোসেন রংপুরী, আবু হাসনাত রানা,তৌহিদুল ইসলাম লিটন।মতবিনিময় সভায় জেলায় কর্মরত সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিগন অংশ নেয়।