লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নে নির্বাচন পরবর্তী সংঘর্ষে নারী পুরুষসহ ১০ জন আহত হয়েছে।থানায় মামলা দায়ের। বৃহস্পতিবার সকালে মামলার এজাহারভুক্ত আসামী শুরজিৎকে গ্রেফতার করে পুলিশ।
গ্রামবাসী সুত্রে জানা গেছে,গত মঙ্গলবার বিকেলের দিকে লালমনিরহাট পঞ্চগ্রাম ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সাধারন সদস্য পদে বিজয়ী প্রার্থী জাহিদুল ইসলাম আপেল বিজয় মিছিল বের করেন। পরাজিত প্রার্থী আব্দুল করিমের বাড়ির উঠানে পারিবারিক কবরস্থানের পাশে মিছিলসহ গানবাজনা ও উল্লাস করতে থাকলে বাড়ির লোকজন আপত্তি জানায়। এতে বিজয়ী প্রার্থী জাহিদুল ইসলাম আপেলসহ তার লোকজন লাঠিসোটা নিয়ে হামলা চালালে পরাজিত সদস্য প্রার্থী আব্দুল করিম, মোক্তার আলী,দোলেনা বেগম, সোহাগ মিয়া,মনোয়ারা বেগম,আনার কলি ,রুম্পা বেগম,শাহিনা বেগমসহ ১০জন আহত হয়। এদের মধ্যে তিনজনকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। অন্যরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে অবস্থান করছেন। গত মঙ্গলবার বিকালে পঞ্চগ্রাম ইউনিয়নের আলবকস মৌজার কুড়ারপাড় এলাকায় সংঘর্ষের এই ঘটনা ঘটে। এ বিষয়ে গতকাল বুধবার রাতে সদর থানায় ২৩জনের নামে মামলা করেন পরাজিত সদস্য প্রার্থী আব্দুল করিম ।সেই মামলায় আজ সকালে পুলিশ অভিযান চালিয়ে শুরজিৎ রায়কে গ্রেফতার করেন।
লালমনিরহাট অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম জানান, এ মামলার এজাহারভুক্ত এক আসামীকে গ্রেফতার করে আদালতে সোপদ করা হয়েছে।অন্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।