দীঘদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন লালমনিরহাটের সিনিয়র সাংবাদিক ওয়ালিউর রহমান রাজু। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি লালমনিরহাট থেকে প্রকাশিত সাপ্তাহিক নতুন বাংলার সংবাদ পত্রিকার প্রকাশক ছিলেন।
গতকাল বুধবার বাদ জোহর শহরের জেলখানা রোডস্থ ডায়াবেটিকস্ হাসপাতাল সংলগ্ন তার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বৃহস্পতিবার সকালে লালমনিরহাট প্রেসক্লাব চত্বরে দ্বিতীয় জানাজার নামাজ শেষে তাকে কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।
সাংবাদিক ওয়ালিউর রহমান রাজু দীর্ঘদিন ধরে দুরারোগ্য রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি দির্ঘদিন থেকে দৈনিক আজকের প্রত্যাশা, দৈনিক দাবানলসহ দেশের অনেক পত্রিকায় সততার সাথে কাজ করে এসেছেন। মৃত্যুকালে তিনি দুই মেয়ে, দুই ছেলে ও স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
তার মৃত্যুতে লালমনিরহাট জেলা প্রশাসনের পক্ষে স্থানীয় সরকার অধিদপ্তরের উপপরিচালক রফিকুল ইসলাম,বাংলাদেশ আওয়ামীলীগ লালমনিরহাট জেলা শাখার পক্ষে পৌর আওয়ামীলীগের সভাপতি মোফাজ্জল হোসেন,জেলা বিএনপির পক্ষে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক একেএম মমিনুল হক,জাতীয় পাটির পক্ষে ওয়াহিদুল ইসলাম সেনা,লালমনিরহাট সদর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান সুজন,লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপনসহ জেলায় কমরত সাংবাদিকরা মরহুমের আত্বার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তক্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।