রাজৈরে গৃহবধুর আপত্তিকর অশ্লীল ছবি ধারণের অভিযোগে যুবক আটক

র্যাব-৮, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ দল সহকারী পুলিশ সুপার দেবাশীষ কর্মকার এর নেতৃত্বে আজ (রবিবার) দুপুরে মাদারীপুরের রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর গ্রামে অভিযান চালিয়ে রাকিব হাওলাদার মোহন(২৪) নামের এক যুবক কে আটক করেছে।
মাদারীপুর র্যাব-৮ জানায়, প্রবাসীর স্ত্রীকে প্রেমের ফাঁদে ফেলে জোর পূর্বক অন্তরঙ্গ হতে বাধ্য করে। তাদের অন্তরঙ্গ মূহুর্তের কিছু আপত্তিকর অশ্লীল ছবি কৌশলে মোবাইলে ধারণ করে এবং আপত্তিকর অশ্লীল ছবি অনলাইন ফেইসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বিভিন্ন স্থানে নিয়ে অন্তরঙ্গ হতে বাধ্য করে। এ ছাড়াও তাদের অন্তরঙ্গ মূহুর্তের আপত্তিকর অশ্লীল ছবি অনলাইন ফেইসবুকে ভূয়া আইডি খুলে ছড়িয়ে দেয় এবং প্রবাসী স্বামীকেও উক্ত আপত্তিকর অশ্লীল ছবি প্রেরণ করে।
এ বিষয়ে মাদারীপুর র্যাব-৮ ক্যাম্পে একটি লিখিত অভিযোগ দায়ের করে লিখিত অভিযোগের ভিত্তিতে আজ (রবিবার) দুপুরে মোহনকে গ্রেপ্তার করে র্যাব-৮। এ ব্যাপারে রাজৈর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।রাকিব হাওলাদার মোহন মাদারীপুর জেলার রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর গ্রামের হারুন উর রশিদ এর ছেলে