বিশ্ব রক্তদাতা দিবসে ‘সত্যের জ্যোতি ব্লাড ব্যাংক’ এর বিনামুল্যে রক্তের গ্রুপ নির্নয়

১৪জুন বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে লালমাই উপজেলার বেলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালিত হয়েছে। ‘বেলঘর প্রবাসী গ্রুপ’ নামের স্বেচ্ছাসেবী সংগঠন শুক্রবার দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করে।সার্বিক সহযোগিতায় ছিলেন,’সত্যের জ্যোতি ব্লাড ব্যাংক,(কুমিল্লা শাখা)
শুক্রবার সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত ক্যাম্পেইনে প্রায় ৫শতাধিক ব্যক্তির বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়, তাদের মধ্যে ১০০জন স্বেচ্ছায় রক্তদান করার প্রতিশ্রুতি দেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সত্যের জ্যোতি ব্লাড ব্যাংক, কুমিল্লা শাখার সম্মানিত উপদেষ্টা, হযরত মাওঃ মোঃ জহিরুল ইসলাম, পরিচালক,মোঃ কামাল হোসেন, সহ-পরিচালক, মোঃ ফরহাদ হোসেন, কার্যনির্বাহী সদস্য, মোঃ ওমর ফারুক, মোঃ রাসেল হোসেন, নুরুদ্দিন খান,রিপা ইসলাম, সংগঠনের সদস্য, মনসুর হেলাল,তানভীর হোসেন বিপ্লব, জসিম উদ্দিন,জাহিদ হাসান, আলামিন হোসেন, খুরশিদা আক্তার বীণা প্রমুখ।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, জনাব মোঃ আলমগীর হোসেন চৌধুরী।