মহান বিজয় দিবসকে সামনে রেখে- স্মাট বাংলাদেশ স্মাট ক্রীড়াংগন এই শ্লোগানে আগামীতে স্মাট ক্রীড়াংগন গড়ার লক্ষে লালমনিরহাটে ক্রীড়া র্যালী অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া পরিষদ,বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল এসোসিয়েশন ও জাতীয় ক্রীড়া ফেডারেশন ফোরামের যৌথ আয়োজনে এবং লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশনের সহযোগিতায় বুধবার সকাল ১১টায় শেখ কামাল স্টেডিয়াম থেকে র্যালীটি বের হয়ে শহরের মিশনমোড় দিয়ে ঘুরে র্যালীটি স্টেডিয়ামে এসে শেষ হয়।র্যালীর উদ্বোধন করেন লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন।এসময় অন্যানের মধ্যে জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ইউনুস হোসেন,জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি মোড়ল হুমায়ুন কবীর,জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারন সম্পাদক,জেলা ক্রীড়া সংস্থা ও ডিএফএর সদস্য আনিছুর রহমান লাডলা,জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক ও জেলা ফুটবল এসোসিয়েশনের সদস্য আলী হাসান নয়ন,কামরুজ্জামানসহ জেলা ফুটবল এসোসিয়েশন ও জেলা ক্রীড়া সংস্থার সদস্যসহ খেলোয়াড়রা অংশ নেয়।