লালমনিরহাটে নিয়োগ পরীক্ষা দিতে গিয়ে ইলেক্ট্রনিকস ডিভাইস ব্যবহার করার অপরাধে দুজন পরীক্ষাথীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকালে লালমনিরহাট সরকারী কলেজ পরীক্ষা কেন্দ্রে এ ঘটনাটি ঘটে।
জেলা প্রশাসন সুত্র জানান, শনিবার সকালে লালমনিরহাট সরকারী কলেজ কেন্দ্রে- ইউনিয়ন পরিষদের -হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর -পদে নিয়োগের লিখিত পরীক্ষা শুরু হয়।পরীক্ষা শুরুর কিছুক্ষন পর মেহেদী হাসান ও ধর্মকান্ত রায় নামের দুজন পরীক্ষাথীর কানে ইলেট্রনিকস ডিভাইস পাওয়া যায়।পরে সদর থানা পুলিশ তাদেরকে থানায় নিয়ে যান ।গ্রেফতার দুজনকে পরে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে তাদের কানের ভিতর থেকে ডিভাইস বের করা হয়।ধর্মকান্ত রায় আদিতমারী উপজেলার পশ্চিম ভেলাবাড়ি এলাকার সুশিল চন্দ্র রায়ের ছেলে এবং মেহেদী হাসান একই উপজেলার দক্ষিন গোবর্ধন এলাকার মোজাম্মেল হকের ছেলে। ধর্মকান্ত রায় আদিতমারী উপজেলার গোল্ডেন গার্ড স্কুল এন্ড কলেজের শারীরিক শিক্ষক ও মেহেদী হাসান ঠাকুরগাঁয়ে একটি সিগারেট কোম্পানীতে কর্মরত ছিলেন।
লালমনিরহাট সদর থানার ওসি ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেন।
লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ জানান,পরীক্ষা শুরুর কিছুক্ষন পরেই ইলেট্রনিকস ডিভাইস ব্যবহার করার অপরাধে তাদের আটক করে থানায় দেয়া হয়। এবিষয়ে মামলার প্রস্তুতি চলছে।