এই মাত্র পাওয়া, আগামীকাল ঈদ

বুধবার কয়েকটি জেলায় চাঁদ দেখা সাপেক্ষে আগামীকাল পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত হবে। মঙ্গলবার সোয়া ৭ টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে রাত ৯টার কিছু আগে ১৪৪০ হিজরি বর্ষের শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ার সংবাদ পর্যালোচনা করলেও পরে রাত ১১ টার আগে আগামীকাল বুধবার পবিত্র ঈদুল ফিতরের দিন নির্ধারণ করা হলো।
জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ। সভায় ধর্ম মন্ত্রণালয়ের সচিব, প্রধান তথ্য কর্মকর্তা, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক, বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের পরিচালক, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম উপস্থিত ছিলেন।
« বাগেরহাটে শশুর বাড়ি থেকে জামাইয়ের মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেফতার ৩ (Previous News)