1. admin@amaderpotrika.com : admin :
  2. anisurladla71@gmail.com : Anisur :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
লালমনিরহাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে জেলা পরিষদ চেয়ারম্যান দত্তক নিয়ে মেয়ের মা হলেন পরীমনি লালমনিরহাটে দুনীর্তি প্রতিরোধ ও সচেতনতা বিষয়ক র‌্যালী ও বির্তক প্রতিযোগিতা ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপের ১৫০ উপজেলায় ৩ দিন বাইক চলাচলে নিষেধাজ্ঞা লালমনিরহাটের সাপ্টিবাড়িতে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন- মাছের সাথে এ কেমন শত্রুতা জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় লালমনিরহাটে ফুটবল টিমকে সংবর্ধনা সংসদ সদস্যরা প্রার্থীর হয়ে প্রচারনা করলে ব্যবস্থা নেওয়া হবে-লালমনিরহাটে ইসি রাশেদা সুলতানা ভোট দিতে একসঙ্গে ঢালিউডের ‘তিন কন্যা’, জানালেন প্রত্যাশা গত নির্বাচনের পুনরাবৃত্তি চান না আসাদুজ্জামান নূর কারাবাসের ২৩ বছরে হারালেন মা-বাবা-সংসার, রেখার আশ্রয় বোনের বাড়িতে

সিঙ্গাপুরকে হারিয়ে ‘মধুর প্রতিশোধ’ নিল বাংলাদেশের মেয়েরা

ক্রীড়া প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ৫৩ বার পড়া হয়েছে

ফিফা র‌্যাংকিংয়ে ১২ ধাপ এগিয়ে থাকা সিঙ্গাপুরকে পাত্তাই দিল না বাংলাদেশ নারী ফুটবল। শুরু থেকে আক্রমণের পসরা সাজিয়ে বসা বাংলাদেশ পেল বড় জয়।

আজ কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে আজ ফিফা প্রীতি ম্যাচে ৩-০ গোলের জয় তুলে নিয়েছে স্বাগতিকরা। নতুন কোচ সাইফুল বারী টিটুর অধীনে এটি মেয়েদের প্রথম জয়। একইসঙ্গে সাফ চ্যাম্পিয়নশিপ জেতার পরও প্রথম জয় মারিয়া-সাবিনাদের।

এর আগে একবারই দুই দল একে অন্যের মুখোমুখি হয়েছিল। ২০১৭ সালের ফেব্রুয়ারির সেই ম্যাচে ৩-০ গোলে হেরেছিল বাংলাদেশের মেয়েরা। সেই হাতের মধুর প্রতিশোধ নিল তারা।

চোটের কারণে ছিলেন না আক্রমণভাগের মূল খেলোয়াড় কৃষ্ণা রানী। তবে তার অনুপস্থিতি বুঝতে দেননি বাকিরা। এমনকি প্রথম মিনিটেই গোল পেতে পারত বাংলাদেশ। বক্সে ঢিকে গোলরক্ষককে একা পেয়েও শট নিতে পারেননি তহুরা খাতুন। মিনিট দুয়েক পরই অবশ্য গোলের দেখা পায় বাংলাদেশ। অধিনায়ক সাবিনা খাতুন ছোট কর্নার কিক নেওয়ার পর মারিয়া মান্দার কাছ থেকে ফিরতি পাসে বক্সে বল বাড়ান; সেখানে থাকা আফিদা খন্দকারের হেডে বল ক্রসবারের ভেতরের দিকে লেগে জালে জড়িয়ে যায়।

গোল পাওয়ার পর বাংলাদেশের খেলার ধার আরও বাড়তে শুরু করে। ষোড়শ মিনিটেই ব্যবধান দ্বিগুণও করে ফেলে তারা। সাবিনার ছোট পাস ধরে কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে পড়েন মারিয়া। তবে সুযোগ থাকা সত্ত্বেও নিজে শট না নিয়ে সুযোগ দেন তহুরাকে। দ্রুত টোকায় বল জালের ঠিকানায় পাঠান তহুরা। প্রথমার্ধে আর গোল না পেলেও সিঙ্গাপুরের রক্ষণকে চাপে রাখে বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেও সিঙ্গাপুরকে চাপে রাখে বাংলাদেশ। একের পর এক আক্রমণ শানাতে থাকে সাইফুল বারী টিটুর শিষ্যরা। ৬০তম মিনিটে এর ফলও আসে। মাসুদা পারভিনের লং ক্রস ধরতে এগিয়ে যায় তহুরা, তাকে থামাতে পোস্ট ছেড়ে বেরিয়ে আসেন সিঙ্গাপুরের গোলরক্ষক। তবে তাকে সুযোগ না দিয়ে বুদ্ধিদীপ্ত চিপে মাথার উপর দিয়ে বল জালে পাঠিয়ে দেন তহুরা। এরপর আরও কয়েকটি সুযোগ এলেও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। তবে তাতে বড় জয় পেতে কোনো অসুবিধা হয়নি তাদের। আগামী সোমবার দ্বিতীয় প্রীতি ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

 

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD