বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে ২০২৩ এ বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় লালমনিরহাটে বঙ্গমাতা ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার সকালে লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ। লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার টেপুরগাড়ী বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খুদে খেলোয়াড়রা জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর গতকাল বুধবার বিভাগীয় পর্যায়ে খেলায় পঞ্চগড় জেলাকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে বিভাগ চ্যাম্পিয়ন হয়।নিধারিত সময়ে খেলাটি ২-২- গোলে ড্র হয়। পরে টাইব্রেকারে খেলার নিস্পত্তি হয়। তাদের এ অর্জনে লালমনিরহাট জেলা প্রসাশন এ সংবর্ধনা দিয়েছে।এ সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক টিএমএ মমিন,অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি)নুরে তাসনিম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী,বাংলাদেশ ফুটবল রেফারীজ এসোসিয়েশনের রংপুর বিভাগীয় প্রতিনিধি, জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারন সম্পাদক,সাংবাদিক আনিছুর রহমান লাডলা,টেপুরগাড়ী বিকে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ প্রধান,সহকারী শিক্ষক ইকবাল রাবেয়া লারামনি সহ অন্যান্যরা।