লালমনিরহাট জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় শেখ শফি উদ্দিন কমার্স কলেজ চ্যাম্পিয়ন হয়েছে।
শনিবার বিকেলে লালমনিরহাট কালেক্ট্ররেট মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় লালমনিরহাট শেখ শফি উদ্দিন কমার্স কলেজ টাইব্রেকারে ৩-২ গোলে লালমনিরহাট সরকারী কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরন করেন অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) মোছাঃ আফরোজা খাতুন। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান,জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু আহাদ খন্দকার লেলিন। জেলা ক্রীড়া অফিসার মো.আসাদুজ্জামানের সভাপতিত্বে এসময় অন্যানের মধ্যে লালমনিরহাট শেখ শফি উদ্দিন কমার্স কলেজের অধ্যক্ষ এন্তাজুর রহমান,বাংলাদেশ ফুটবল রেফারীজ এসোসিয়েশনের রংপুর বিভাগীয় প্রতিনিধি ও জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারন সম্পাদক,সাংবাদিক আনিছুর রহমান লাডলা,লালমনিরহাট সরকারী কলেজের প্রভাষক শরিফুল হক সাথী,জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সহ সভাপতি এরশাদ পলাশ,আনোয়ার ঢালী,বদরুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় নিধারিত সময়ে খেলাটি ২-২ গোলে ড্র হয় । পরে টাইব্রেকারে শেখ শফি উদ্দিন কমার্স কলেজ ৩-২ গোলে লালমনিরহাট সরকারী কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সর্বোচ্চ গোল দাতা ও টুর্নামেন্টের সেরা খেলোয়ার নির্বাচিত হয় শেখ শফি উদ্দিন কমার্স কলেজের ১০নম্বর জাসিধারী খেলোয়াড় শাহিন এবং ফাইনাল খেলায় সেরা খেলোয়ার নির্বাচিত হয় লালমনিরহাট সরকারি কলেজের ১০নম্বর জাসিধারী খেলোয়াড় আব্দুর রাজ্জাক। এ টুর্নামেন্টে জেলার ১০টি কলেজ অংশ গ্রহন করে।