লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে স্থানীয় শেখ কামাল স্টেডিয়ামে ১ম বিভাগ ক্রিকেট লীগের(২০২২-২০২৩) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে এ ফাইনাল খেলায় টসে জয়ী হয়ে অভিযান সংঘের ক্যাপ্টেন সোহেল রানা তরুন সংঘকে ব্যাটিংয়ে পাঠায়।নিধারিত ২০ ওভারের খেলায় প্রথমে ব্যাটিং করে তরুন সংঘ ৭ উইকেটে ১৪২ রান সংগ্রহ করে।জবাবে অভিযান সংঘ ১৯.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৭ রান সংগ্রহ করে এবং ৫ উইকেটে জয়ী হয়।
৫৩ বলে ৫৩রান করে লীগের পেলোয়াড় অব দ্যা ফাইনাল নিবাচিত হন অভিযান সংঘের আবু সাইদ পাভেল।২২১ রান ও ১৩ উইকেট পেয়ে লীগের সেরা খেলোযাড় নিবাচিত হন বাসভাষা যুব সংঘের ওমর ফারুক দুলাল।১৪ উইকেট পেয়ে লীগের সবাধিক উইকেট শিকারী হন তরুন সংঘের সোহেল রানা।২৩৮ রান সংগ্রহ করে লীগের ব্যাক্তিগত সব্বোচ রান সংগ্রহ করেন জাকির স্মৃতি সংঘের সোহেল রানা। ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরন করেন জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ। লালমনিরহাট পুলিশ সুপার সাইফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান,জেলা জাতীয় পাটির সদস্য সচিব জাহিদ হাসান লিমন, ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক অ্যাডভোকেট আবু আহাদ খন্দকার লেনিন,সহ সভাপতি মোড়ল হুমায়ুন কবীর,সহ সভাপতি শাখাওয়াত হোসেন,যুগ্ম সম্পাদক আলী হাসান নয়ন। এসময় জেলা ক্রীড়া সংস্থার সদস্য আনিছুর রহমান লাডলা,কামরুজ্জামান,নিকেল উপস্থিত ছিলেন।লীগে ১২টি ক্লাব অংশ নেয়।