ব্যাটারি চালিত অটোরিকশার সিটের ভেতর থেকে ১৯০ বোতল ফেন্সিডিলসহ চালক সহির আলীকে (৪৫) আটক করেছে লালমনিরহাটের আদিতমারী থানা পুলিশ।
১৩মে শনিবার বিকেলে আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের নামুড়ি শিয়ালখোয়া রোডে নামুড়ি বাজার থেকে তাকে আটক করা হয়।
আটক চালক সহির আলী কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর এলাকার সাকেত আলীর ছেলে।
আদিতমারী থানার ওসি মোজাম্মেল হক জানান,আদিতমারী উপজেলার নামুড়ি শিয়ালখোয়া বাইপাস সড়কে ভারতীয় সীমান্ত থেকে মাদক আসছে এমন একটি গোপন খবরে নামুড়ি বাজারে ট্রাফিক পুলিশ নিয়ে চেকপোষ্ট বসায় থানা পুলিশ।
এ সময় ভারতীয় সীমান্ত ঘেঁষা চন্দ্রপুর থেকে আসা সহির আলীর অটোরিকশাটি আটক করে গাড়ির সিট বক্স তল্লাশি চালিয়ে ১৯০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। অটোরিকশায় থাকা একজন যাত্রী পালিয়ে গেলেও চালক সহির আলীকে আটক করে পুলিশ।
এ ঘটনায় আটক চালক সহির আলী ও পলাতক যাত্রীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আদিতমারী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।