সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য এএফসি অনুদ্ধ-১৭ ওমেন্স ফুটবল প্রতিযোগিতার বাছাই পবে খেলে আসা জাতীয় মহিলা ফুটবল দলের সুলতানা ও মুনকিকে সংবধনা দিয়েছে লালমনিরহাট জেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সংবধনা দেয়া হয়।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্তবতী প্রত্যন্ত গ্রাম কালীহাট।গত ১০বছরে এই গ্রামটি থেকে প্রায় ৫০জন খেলোয়াড় তৈরী হয়েছে।পৃষ্টপোষকতা ও আথিক অচ্ছলতার কারনে আবার অনেক খেলোয়াড় ঝড়েও গেছে।সেই গ্রামের সুলতানা ও মুনকি সিংগাপুরে অনুষ্ঠিতব্য এএফসি অনুদ্ধ-১৭ ওমেন্স কাপে বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলেছেন।বৃহস্পতিবার বিকেলে সংবধনা অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ প্রধান অতিথি থেকে সুলতানা,মুনকির হাতে ক্রেষ্ট ,ফুল ও প্রত্যেককে ১০ হাজার টাকার চেক প্রদান করেন। অতিরিক্ত জেলা প্রশাসক(সাবিক) আফরোজা খাতুনের সভাপতিত্বে এসময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) এটিএম মমিন, এনডিসি ফরিদ আল সোহান,জেলা ফুটবল এসোসিয়েশন ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য,সাংবাদিক আনিছুর রহমান লাডলা,সাংবাদিক আব্দুর রব সুজন,আশিকুর রহমান ডিফেন্স,কোচ শরিফুল ইসলাম বক্তব্য রাখেন। সিঙ্গাপুরে খেলে আসা,বাংলাদেশ জাতীয় অনুদ্ধ-১৭ মহিলা ফুটবল দলের খেলোয়াড় সুলতানা ও মুনকি এ সময় অনুভুতি ব্যক্ত করে বলেন,আমরা কখনো প্লেনে উঠিনি।প্রথমবারের মতো প্লেনে উঠে ভালো লেগেছিলো।আমরা ভালো খেলেই সিঙ্গাপুরকে ৩-০ গোলে ও তুকিমিনিস্তান ৬-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছি।আপনারা দোয়া করবেন দ্বিতীয় পবের খেলায় আমরা যেন জয় ছিনিয়ে আনতে পারি ।
উল্লেখ্য,গতমাসে এএফসি অনুদ্ধ-১৭ ওমেন্স ফুটবল প্রতিযোগিতা সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয়।এতে বাংলাদেশ দল গ্রুপ চ্যাম্পিয়ন হয়।