লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বাষিক ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনাল খেলা পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।গতকাল বৃহস্পতিবার রাতে লালমনিরহাট রেলওয়ে মুক্ত মঞ্চ সংলগ্ন মাঠে ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরন করেন জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ। জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি ও ব্যাডমিন্টন উপ কমিটির সভাপতি সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান,বিভাগীয় রেলওয়ে ম্যানেজার আব্দুস সালাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল ইসলাম,সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজন,জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক অ্যাডভোকেট আবু আহাদ খন্দকার লেনিন। এসময় অন্যানের মধ্যে জেলা ক্রীড়া সংস্থার ভলিবল উপ কমিটির সদস্য সচিব ,সাংবাদিক আনিছুর রহমান লাডলা,সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার ব্যাডমিন্টন উপ কমিটির সাধারন সম্পাদক জাবেদ হোসেন বক্কর,এ্যাথলেটিকস উপ কমিটির আহবায়ক রাশিদুজ্জামান মিলু,লরেন্স দাস লিটনসহ জেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।প্রতিযোগিতায় জুনিয়র, সিনিয়র,অফিস ও ভ্যাটান একক ও দ্বৈতসহ চারটি গ্রুপে ৬০টি দল অংশ নেয়। চলতি মাসের ১১ তারিখ এ প্রতিযোগিতা শুরু হয়।