1. admin@amaderpotrika.com : admin :
  2. anisurladla71@gmail.com : Anisur :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
লালমনিরহাটের হাতীবান্ধায় ৭৫ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যা ব-১৩ লালমনিরহাটের কালীগঞ্জ থেকে ফেনসিডিল ও দেশীয় অস্ত্রসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যা ব-১৩ প্রতিদিন ৩ লাখ যাত্রী মেট্রোরেলে চড়ছেন: ওবায়দুল কাদের তিস্তা প্রকল্পে ভারত সহায়তা করলে আমাদের জন্য ভালো: পররাষ্ট্রমন্ত্রী ভারত হয়ে নেপাল-ভুটানে প্রবেশের দ্বার খুলছে বাংলাদেশ রেলওয়ের আশ্রয়ণের ঘর পেয়ে আপ্লুত, শেখ হাসিনাকে ‘মা’ ডেকে দিলেন দাওয়াত লালমনিরহাটের হাজীগঞ্জে রাসেলের খামারে কোরবানি ঈদের জন্য প্রস্তুত ৩০ গরু ২০ দিনেও খোঁজ মেলেনি লালমনিরহাটে মাদরাসা ছাত্র আলাউদ্দিন – উদ্ধারের দাবিতে পরিবার ও গ্রামবাসির মানববন্ধন নয় অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস লালমনিরহাটের কালীগঞ্জ ও আদিতমারী উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন যারা

লালমনিরহাটে সাউদার্ন ক্ল-থিংস লিমিটেডের শীতবস্ত্র বিতরণ

লালমনিরহাট প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ১২৮ বার পড়া হয়েছে

সাউদার্ন ক্ল-থিংস লিমিটেডের উদ্যোগে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাটে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

 শনিবার সকালে সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের বিভিন্ন জায়গায় অসহায়, শীতার্ত মানুষজনের মাঝে তিন হাজার কম্বল-সোয়েটার বিতরণ করা হয়েছে।

দিনব্যাপী এ আয়োজনের শুরু হয় মোগলহাট ইউনিয়নের চর ফলিমারী এলাকা থেকে। শুরুতেই কোম্পানির উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। এরপর মোগলহাট কর্ণপূর, মদিনাতুল উলুম দাখিল মাদরাসা  এলাকায় এসব কম্বল-সোয়েটার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সাউদার্ন ক্ল-থিংস লিমিটেডের স্বেচ্ছাসেবী আইয়ুব আলী। সাউদার্ন ক্ল-থিংস লিমিটেডের মার্সেনডাইজার শ্রাবন চৌধুরী। মোগলহাট ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য জোনাব আলী, ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য নুর আলম সহ অন্যান্যরা।

শীতবস্ত্র নিতে আশা কর্ণপূর এলাকার আছিয়া বেওয়া (৯০) বলেন, স্বামীর মেলা সম্পদ আছিলো, সব ধরলা নদী নিয়া গেইছে। ছয় জন ছওয়া মোর, ৪ টা বেটি, সবার বিয়ে দিছং। বেটা ২ টা, তাও ঢাকাৎ থাকে। মুই একলা মানুষ, বাশ ঝারের ভিতরে মানষের বাড়িত থাকং। মোর আসল বয়স ৯০ হইবে, মুই এলাও বয়স্ক, বিধবা, ভাতা পাং না। চেয়ারম্যান, মেম্বারোক মেলা বার কইছোং, তামরা কয় মোর বেলে বয়স ৬০ বছর। শীতে বাড়িত থাকি বের হওয়া যায়না। এই সময় সোয়েটার কোনা পায়া খুব উপকার হইছে মুই ওমার জন্য দোয়া করিম বাহে আল্লাহ তোমাকগুলাক ভালো করুক।

শীতবস্ত্র পেয়ে কুরুল এলাকার মালেকা বেওয়া(৭৫) বলেন, ধরলায় বাড়ি ভাংছে চার বার। স্বামীও নাই, বেটার সাথে একেই বাড়িতে থাংক। বেটা কামাই করে তাকে দিয়ে কি আর চলে, একদিন কাম হইলে আর একদিন হয়না। মোক কাপর কোটথেকি কিনি দেয়। আজকে এই জাম্পার (সোয়েটার) পায়া মুই গায়ে দিবার পাইম।

একই কথা বলেন, কর্ণপূর চওড়া টারী এলাকার আবু বকর সিদ্দিক। আবুল কাশেম, মোমেনা বেগম, সবাই সাউদার্ন ক্ল-থিংস লিমিটেডের সফলতা কামনা করে।

সাউদার্ন ক্ল-থিংস লিমিটেডের স্বেচ্ছাসেবী আইয়ুব আলী বলেন, এই প্রতিষ্ঠানটি প্রতিবার শীতে আর বন্যায় আমাদের পাশে এসে দারায়। এখানে অনেক ধরলা ভাংগা, অসহায় খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। অনেকের কম্বল-সোয়েটার কেনারও সামর্থ নেই। তাই সাউদার্ন ক্ল-থিংস লিমিটেড আমাদের পাশে দারায়। আমরা আজ সারাদিনে তিন হাজার কম্বল সোয়েটার বিতরণ করেছে। আমরা দোয়া করি এই গ্রুপের মালিক সহ সকল কর্মকর্তারা যানো অসহায় গরিব-দুঃখী মানুষের পাশে দারাতে পারে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD