লালমনিরহাটের আদিতমারী উপজেলার বুড়িরবাজারে হানিফ এন্টারপ্রাইজ বাস কাউন্টারে পড়ে থাকা চালের বস্তা থেকে ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ৮টার দিকে ফেনসিডিল ব্যবসায়ী নামবিহীন এক যাত্রী টিকেট কেটে বস্তায় চালের ভিতর ফেনসিডিল নিয়ে ঢাকায় বিক্রি করার উদ্দেশ্যে যাচ্ছিল এমন সময় আদিতমারী থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হানিফ এন্টারপ্রাইজ বাস কাউন্টারে পড়ে থাকা চালের বস্তার ভিতর থেকে ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ সময় পুলিশের উপস্থিতী টের পেয়ে ওই ফেনসিডিল ব্যবসায়ী চালের বস্তা ফেলে পালিয়ে যায়।
আদিতমারী থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় একটি জিডি করা হয়েছে। তদন্ত করে মালিক পেলে পরবর্তিতে মামলা দায়ের করা হবে।