প্রতিবন্ধীদের সমাজের মূল স্রোতধারায় আনতে ক্রিকেট অনুশীলনের আয়োজন করেছে ইউনাইটেড গোল্ডেন সিটিজেন ফাউন্ডেশন। শনিবার দুপুরে লালমনিরহাটের শেখ কামাল স্টেডিয়ামে ২দিন ব্যাপী এ অনুশীলন ক্যাম্পের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মূলত একঘেয়েমির জীবন থেকে প্রতিবন্ধীদের কিছুটা আনন্দ দেওয়ার উদ্দেশ্যে প্রতিবন্ধী খেলোয়াড়দের অংশগ্রহণে এ অনুশীলন ক্যাম্প। ২দিন ব্যাপী এ অনুশীলন ক্যাম্পের সমাপনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমনিরহাট পৌরসভার মেয়র ও ইউনাইটেড গোল্ডেন সিটিজেন ফাউন্ডেশনের সভাপতি রেজাউল করিম স্বপন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম। এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য,সাংবাদিক আনিছুর রহমান লাডলা,আইসিআরসির কোচ মনিরুজ্জামান,জেলা ক্রিকেট কোচ জিকরুল ইসলাম ফাতেমী নিকেল,তফিকুল ইসলাম তমাল,জেলা ক্রীড়া সংস্থার সদস্য রাশিদুজ্জামান মিলু, দৈনিক প্রথম আলো পত্রিকার লালমনিরহাট প্রতিনিধি আবদুর রব সুজন, ইউনাইটেড গোল্ডেন সিটিজেন ফাউন্ডেশন লালমনিরহাটের সাধারণ সম্পাদক মুহিন রায়,যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ ইসলাম, কোষাধ্যক্ষ মাহবুবার রহমান মাহবুব, ক্রীড়া বিষয়ক সম্পাদক আবু হুরায়রা আল শিহাব, তারকা ক্রিকেটার আবু রায়হান। এ সময় লালমনিরহাট পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর রবিউল ইসলাম আউয়াল, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মাসুদ রানা রাশেদ, ইউনাইটেড গোল্ডেন সিটিজেন ফাউন্ডেশন লালমনিরহাটের সহ-সভাপতি আবু জাহের ভূট্টু,সাপ্তাহিক আলোর মনি পত্রিকার নির্বাহী সম্পাদক হেলাল হোসেন কবিরসহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।উল্লেখ্য, ২দিন ব্যাপী এ প্রশিক্ষন ক্যাম্পে চট্টগ্রাম, কক্সবাজার, কিশোরগঞ্জ, রাজশাহী, ভৈরব, দিনাজপুর, বগুড়া, গাইবান্ধা, নাটোর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, কুড়িগ্রাম, জয়পুরহাটসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রতিবন্ধি খেলোয়াড়রা অংশগ্রহণ করেন।