1. admin@amaderpotrika.com : admin :
  2. anisurladla71@gmail.com : Anisur :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৪ অপরাহ্ন

সাংবাদিকরা ভুল করলে ৫ লক্ষ টাকা জরিমানা – লালমনিরহাটে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান

লালমনিরহাট প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ১৬৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম বলেছেন, ১০ লক্ষ নয়, সাংবাদিক ও পত্রিকা ভুল করলে ৫ লক্ষ টাকা জরিমানা করে আইন পাশ করবে প্রেস কাউন্সিল ;  এ আইনটি দ্রুত সময়ের মধ্যে সংসদে তোলা হবে।

মঙ্গলবার সকালে লালমনিরহাট সার্কিট হাউস কনফারেন্স রুমে, বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে “গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও ব¯স্তুনিষ্ঠ সাংবাদিকতা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, সাংবাদিকদের তালিকা তৈরীতে পত্রিকা গুলো সহযোগিতা করছে না। আমরা প্রেস কাউন্সিল থেকে পরিচয় পত্র দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।

লালমনিরহাট অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) টিএম মমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার,জেলা তথ্য অফিসার মামুনুর রশীদ।

প্রধান অতিথি তার বক্তব্যে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঠিক তথ্য তাদের মিডিয়ার মাধ্যমে জনগনের নিকট তুলে ধরা এবং বর্তমানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সহ সোশ্যাল মিডিয়ায় হলুদ সাংবাদিকতা প্রতিরোধের আহ্বান জানান। প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৫০জন সাংবাদিক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মশালা শেষে প্রশিক্ষনাথীদের মাঝে সনদপত্র বিতরন করা হয়।

 

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD