লালমনিরহাটে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে র্যালী ও আলোচনা সভা করেছে ইয়ুথ জার্নালিস্ট ফোরাম।এতে জেলার মূলধারার সংবাদকর্মী ছাড়াও সর্বস্তরের গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।সভায় জেলার প্রবীণ সাংবাদিকরা ডিজিটাল নিরাপত্তা আইন এবং সংবাদকর্মীদের করণীয় নিয়ে আলোচনা করেন।
বুধবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে শুরু হওয়া আলোচনা সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ,প্রধান আলোচক ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান।বিশেষ অতিথি ছিলেন প্রবীন সাংবাদিক গোকুল রায়,জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আনিছুর রহমান লাডলা,সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম লিটন,কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম হেলাল।তন্ময় আহমেদ নয়নের সভাপতিত্বে ও নিয়াজ আহমেদ শিপনের সঞ্চালনায় এসময় অন্যানের মধ্যে সাংবাদিক আজিজুল ইসলাম দুলাল,আলতাফুর রহমান,আশিকুর রহমান ডিফেন্স,মেহেদী হাসান জুয়েল,মাহামুদুল হাসান,মাহফুজুল ইসলাম বকুল,সুফিয়ান আল হাসান বক্তব্য রাখেন। প্রধান অতিথি মোহাম্মদ উল্যাহ বলেন,অনেকের ধারণা ডিজিটাল নিরাপত্তা আইন সংবাদ কর্মীদের বাধাগ্রস্থ করার জন্য।আসলে তা নয়।আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশিকে তুলে ধরার জন্য সংবাদ পত্রের বিশাল ভূমিকা রয়েছে।
প্রধান আলোচক অ্যাডভোকেট মতিয়ার রহমান বলেন,অতিতে সাংবাদিক হত্যার পরেও রাষ্ট্রিয় পৃষ্ঠপোষকতা পেয়েছে।যা আমাদের সরকারের সময়ে হয়নি।৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন আজকের দিনেও প্রমাণ করেছে কতটা জরুরি ছিলো।সেই সময় প্রচুর পরিমাণে কালোবাজারি সহ অপরাধ জেগেই চলছিলো।মুক্ত ভাবনা চিন্তার আশ্রিত হব।বিশেষ করে গঠন মূলক কাজ করে সমাজ গড়বো। অন্যের স্বাধীনতা নষ্ট করবোনা।