মুলাদীতে চালকের বেপরোয়া গতিরতে বাস উল্টে আহত-৭

বরিশালের মুলাদীতে চালকে বেপরোয়া গতিরতে যাত্রীবাহী বাস উল্টে ৭জন আহত হয়েছে। অল্পের জন্য বেচে গেল ২০ যাত্রীর প্রান।
মঙ্গলবার (২৮মে) দুপুর ২.৩০ দিগে মুলাদী-মীরগঞ্জ সড়কের কাজিরচর ইউনিয়নের বাদামতলা এলাকায় বেপরোয়া গতির মা বাবার দোয়া বাসটি (বরিশাল জ ১১-০০৭৭) উল্টে বাবলা গাছের সাথে ধাক্কা খেয়ে রাস্তার পাশের খাদে পরে মর্মান্তিক এ দূর্ঘটনাটি ঘটনাটি ঘটে।
দূর্ঘটনায় বাস চালক ও হেল্পার সহ মোট ৭ যাত্রী মারাত্বক আহত হয়। স্থানীয়রা ঘটনায় আহতদের কোনরকম ভাবে বাসের জানালা, দরজা ও পিছনের গ্লাস ভেঙ্গে আাহতদের উদ্ধার করে বরিশাল শেরই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
স্থানিয়রা জানিয়েছেন, হিজলা উপজেলার খুন্না বন্দর থেকে মীরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা মা বাবার দোয়া বাস টি অহেতুক বিভিন্ন জায়গা থেকে যাত্রী ওঠা নামা করায় সময় ক্ষেপন করে বাসের নির্দিষ্ট সময় গন্তব্যে পৌছানোর জন্য চালকের বেপরোয়া গতি এ দূর্ঘটনার কারন হতে পারে বলে জানিয়েছেন বলে বাসে আরহণকারী এক যাত্রী।
« বাগেরহাটে চেতনা নাশক স্প্রে করে দূর্ধর্ষ চুরি (Previous News)
(Next News) সিংড়ায় ইটালী ইউপির বাজেট ঘোষনা »